অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৯২

বাংলার কণ্ঠ ডেস্ক : জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে আজ মঙ্গলবার ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের চরগুমানি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত শিল্পীদের পরিবেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়”কে ধারণ করে সংগীত পরিবেশন করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (সংগীত) মিজ তসলিমা আক্তারের নেতৃত্বাধীন সংগীতদল।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন উপজেলার লঞ্চঘাট ও দক্ষিণ বাসস্ট্যান্ড এবং লালমোহন উপজেলার মডেল হাইস্কুল মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে উদ্বুদ্ধকরণ সংগীত পরিবেশিত হবে।

জেলা তথ্য অফিস, ভোলা’র পক্ষ থেকে স্থানীয় জনগণকে উক্ত সংগীতানুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।