অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৫ রাত ১২:২৭

remove_red_eye

১৫৭

 

বোরহানউদ্দিন প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনের অর্থদন্ড,অনাদায়ে কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার তেঁতুলিয়া নদীতে সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী হাকিম রনজিৎ কুমার দাস অভিযান চালিয়ে ওই দন্ডের আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে তেঁতুলিয়া নদীর বোরহানউদ্দিন অংশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার মেশিন ও একটি বলগেট আটক করা হয়েছে। ড্রেজার ও বলগেটের সাথে থাকা আ. কাদের মিয়ার ছেলে মো. টিপু (৪০), মো. নাছির মোল্লার ছেলে মো. মনির (২৫) হালিম গাজির ছেলে মো. ফয়সাল (২৮)কে হাতনাতে আটক করা হয়।

এসময় মো. টিপু ও মো. মনিরকে দুই লাখ টাকা করে অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মো. ফয়সালকে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে পঁনের দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।

এছাড়া তারা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালীন বাংলাদেশ নৌবাহিনীর বোরহানউদ্দিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার ও তাঁর টীম এবং নৌপুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা করেন।