অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ব্র্যাক ব্যাংকের আয়োজনে নারী উদ্যোক্তা ও তারুণ্যের উৎসব


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৫ রাত ১০:০২

remove_red_eye

১৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ব্র্যাক ব্যাংক শাখার আয়োজনে নারী উদ্যোক্তা ও তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এই উৎসবে ৩০ জন নারী উদ্যোক্তা ও ৩০ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উদ্যোক্তাদের উদ্দেশ্যে বিভিন্ন সিকিউরিটি ও পরামর্শমূলক প্রেজেন্টেশন এবং বক্তব্য প্রদান করা হয়। এতে উদ্যোক্তাদের ব্র্যাক ব্যাংকের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয় এবং তাদের ব্যবসায়িক সমস্যা সমাধানে করণীয় দিকনির্দেশনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন ভোলা ব্র্যাক ব্যাংকের ম্যানেজার নাসির উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন এ.ভি.পি তুমন, টি.এম সঞ্জয় চন্দ্র সরকারসহ ভোলা শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এই তারুণ্যের উৎসবের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়, যা তাদের উদ্যোক্তা যাত্রাকে আরও শক্তিশালী ও সাফল্যমণ্ডিত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।