অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় আমিনুল হক নোমানীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৭

remove_red_eye

১০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি, দারুল হাদিস কামিল মাদরাসার শিক্ষক ও  মসজিদের খতিব মো. আমিনুল হক নোমানীকে নৃশংস ভাবে হত্যার ৫ দিন পেরিয়ে গেলেও কোন আসামী গ্রেপ্তার না হওয়ায় খুনিদের  গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১ টায় শহরের চরনোয়াবাদ দারুল হাদীস কামিল(স্নাতকোত্তর) মাদরাসা প্রাঙ্গণে স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক সহ বিভিন্ন শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।এ সময় বিক্ষোভকারীরা আমিনুল হক নোমানীকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।


বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শত শত শিক্ষার্থীরা অংশ নেন।
আমিনুল হক হত্যার বিচারের দাবিতে সর্বস্তরের তৌহিদী জনতার আহবায়ক মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম সাংবাদিকদের জানান,  বৃহষ্পতিবার সকালে তাঁরা সভা ডেকেছেন। সেখানের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।  

এদিকে এ হত্যাকান্ডের ঘটনায় নিহত মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর স্ত্রী বাদী হয়ে রবিবার (৭সেপ্টেম্বর) অজ্ঞাতনামা আসামী করে ভোলা সদর মডেল থানায় মামলা করেন। তবে এ ঘটনার এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে সাংবাদিকদের জানান,ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাত মোঃ হাচনাইন পারভেজ। 


উল্লেখ্য, গত শনিবার (৬ সেপ্টেম্বর)রাতে এসারের নামাজ পরে নিজ ঘরে নৃশংস ভাবে দুর্বৃত্তদের হাতে নিহত হন ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আমিনুল হক নোমানী। 


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন