অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বিআইড‌ব্লিউটিএর সহকারী প‌রিচাল‌কের অপসার‌ণের দাবী‌তে মানববন্ধন বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৩

remove_red_eye

১০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দূর্নী‌তির অ‌ভি‌যো‌গে ভোলার নদী বন্দ‌রের সহকারী প‌রিচালক মো: রিয়াদ হো‌সেনের অপসার‌ণের দাবীতে বি‌ক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হ‌য়েছে। আজ বুধবার বি‌কেল ৩ টার দি‌কে ভোলার ইলিশা লঞ্চঘা‌টে এই কর্মসূ‌চি পালন ও স্মারক‌লি‌পি প্রদান ক‌রেন ভোলার ভেদু‌রিয়া স্প্রিড‌বোট মা‌লিক ও বোট চালক স‌মি‌তির ভুক্ত‌ভে‌াগীরা।

এদি‌কে এর আগে ঢাকা থে‌কে নৌপ‌রিবহন মন্ত্রণাল‌য়ের অ‌তি‌রিক্ত স‌চিব ও উপ-স‌চিব ভোলায় আসার খব‌রে দুপুর ১ টা থে‌কে ভোলার ইলিশা লঞ্চঘা‌টে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ ও মানববন্ধন ক‌রেন ভোলা জেলা ও ভেদু‌রিয়া স্প্রিড‌বোট মা‌লিক ও বোট চালক স‌মি‌তির ভুক্ত‌ভে‌াগীরা।প‌রে ঢাকা থে‌কে ভোলায় আসা নৌপ‌রিবহন মন্ত্রণাল‌য়ের অ‌তি‌রিক্ত স‌চিব দে‌লোয়ারা বেগম, সুরাইয়া পারভীন শেলী ও উপ-স‌চিব জেস‌মিন আকতার বানুর কা‌ছে স্মারক‌লি‌পি দেওয়া হয়।

তা‌দের অ‌ভি‌যোগ ভোলার নদী বন্দ‌রের সহকারী প‌রিচালক মো: রিয়াদ হো‌সেন ভোলায় যোগদা‌রের পর থে‌কেই অ‌নিয়ন ও দুর্নী‌তি মাধ‌্যমে স্প্রিট‌বোট মা‌লিক‌দের কাছ থে‌কে বি‌ভিন্ন অজুহাত দে‌খি‌য়ে টাকা আদায় কর‌ছেন। এর প্রতিবাদ কর‌লে তা‌দের‌কে মামলার ভয় দেখান। অনেকের নামে মামলা দেয়া হয়েছে।


তবে এ ব্যাপারে অভিযোগ অস্বীকার করে ভোলা নদী বন্দ‌রের সহকারী প‌রিচালক মো: রিয়াদ হো‌সেনের জানান,স্প্রিড‌বোট মা‌লিক ও বোট চালক স‌মি‌তির লোকজন ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে স্পীড বোটের সরকারি ভাড়ার চাট  মানে না। তাই দিনে দুপুরে ছিঁড়ে ফেলে  এবং কর্তব্যরত ট্রাফিক সুপার ভাইজারের গায়ে হাত দেয়। এতে প্রথমে জিডি হয়। পরবর্তীতে মামলা চালু হয়। এ কারনে ইজারাদারের লোকজন সহ তারা মানববন্ধন করে। আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছোট করার জন্য তারা এই কাজ করেছে। তাদের অভিযোগ  ইতিপূর্বে দিয়েছে কিন্তু কোন সত্যতা পাওয়া যায়নি ‌।