অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার পশ্চিম ইলিশায় ফসল চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০৪

remove_red_eye

১০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার পশ্চিম ইলিশায় ফসল চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম ইলিশার বাঘার হাওলা এলাকার মাঝি বাড়িতে কৃষক মিলন মাঝির পেঁপে বাগানে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জি জে ইউ এস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা এবিএম মোস্তফা কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জি জে ইউ এস-এর প্রোগ্রাম অফিসার মো. শাকিল আহাম্মদ।
এ সময় পিপিইপিপি ইইউ প্রকল্পের অন্তর্ভুক্ত সদস্যবৃন্দ, স্থানীয় কৃষক-কৃষাণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ভোলা জেলা মোঃ ইয়ামিন