অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


গ্রুপিং করা যাবে না, দলকে শক্তিশালী করতে হবে: মির্জা ফখরুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৪

remove_red_eye

৭৭

বাংলার কণ্ঠ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলকে শক্তিশালী করতে হবে। এজন্য নিজদের মধ্যে দ্বন্দ্ব কিংবা গ্রুপিং করা যাবে না।

 

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

এসময় সৈয়দপুর জেলা বিএনপির রাজনৈতিক কাজের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন দলের মহাসচিব।

বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে  উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, বিএনপির অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজাল হক সাজু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেন ও ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতারা।  
পরে গাড়িতে করে  ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।