অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে লালবাগ থানা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:৩৩

remove_red_eye

২২৩

মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত, পাবনা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালবাগ থানা ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর লালবাগের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন ইমন, ২৩ নং ওয়ার্ড সভাপতি কাজী ফাইয়াদ হোসেন অমিত, আব্দুস সামাদ, ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আহম্মেদ, সারোয়ার হোসেন জিহাদ, ২৫ নং ওয়ার্ডের সুমন ফকির সাকিব, জোবায়ের আব্দুল্লাহ, ২৪ নং ওয়ার্ড সভাপতি ইমন হোসেন, তামিম আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি বলেন, “আমরা দেশের জন্য দল করি, আর বিএনপি সবসময় দেশের কল্যাণের জন্য রাজনীতি করে। তাই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানুষের জন্য কল্যাণকর গাছ রোপণ করেছি।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল বলেন, “রাজনীতি করি দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য। ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি মানুষের জন্যই কাজ করে যাবো।