অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


পাবনায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত বাবা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৯৮

মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত, পাবনা থেকে: পাবনার ফরিদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক বাবা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) এবং তাদের মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানা (২৮) বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবার নাম আক্কাস আলী।

পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ গ্রামের বাড়ি চাটমোহরের উদ্দেশ্যে রওনা হন সোহেল রানা। পথে ফরিদপুরের ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে প্রাণ হারান।

স্থানীয়রা গুরুতর আহত সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।