অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার লালমোহনে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের স্ত্রী'র মৃত্যু


জসিম জনি

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২০ রাত ১২:২৯

remove_red_eye

১৪৫১

জসিম জনি, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দন্তচিকিৎসক হাবিবুর রহমান চৌধুরীর স্ত্রী তাহমিনা বেগম (৩৮) এর মৃত্যু হয়েছে। সোমবার রাতে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তাহমিনা উপজেলার পৌর ৬নং ওয়ার্ডের বর্ণালী সড়কের বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ মহসিন খান জানান, দুইদিন আগে তাহমিনা বেগমকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে তাকে করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়। এরপর সোমবার রাতে তার মৃত্যু হলো।

ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এপর্যন্ত ভোলায় করো না আক্রান্ত হয়ে মুখ ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে লালমোহন উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।