অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় অসহায় জেলে ও মানতা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৫ রাত ১০:৩৯

remove_red_eye

৬০৬

আমির হোসাইন, রাজাপুর থেকে : ভোলা সদর উপজেলার রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার জেলে, মানতা সম্প্রদায়ের দরিদ্র পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে।  সোমবার বিকালে ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুজ্জামান অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী  বিতরণ করেন। 
সম্প্রতি নিম্নচাপ ও পূর্ণিমার অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর দুর্দশা বিবেচনা করে এই সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে নদীতে মাছের সংকট থাকায় জেলেদের জীবন-যাপনও কঠিন হয়ে পড়েছে। তাই  সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুজ্জামান  রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়নের মোট ১০০টি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রতিটি প্যাকেজে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, চিনি ও লবণ। ত্রাণ পেয়ে অসহায় পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মানতা পরিবারের পাশে ইউএনও :  ত্রাণ বিতরণ শেষে ইউএনও মো: আরিফুজ্জামান নৌকায় করে দক্ষিণ রাজাপুরের জোড়া খালে বসবাসরত মানতা সম্প্রদায়ের কাছে যান। তিনি তাদের নৌকার বাড়িঘর ঘুরে দেখেন এবং জীবনযাত্রার খোঁজ-খবর নেন। তাদের করুণ অবস্থা দেখে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, “তাদের আরও বেশি সহযোগিতা করা প্রয়োজন।” তিনি মানতা পরিবারগুলোর বিশুদ্ধ পানির কষ্ট দূর করার জন্য একটি টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতিও দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির ভোলা জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মো: শেখ আল মামুন, ভোলা জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম সরদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।