অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে জলবায়ুকে রক্ষা করতে হবে : পুলিশ সুপার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৫ রাত ০৮:৫১

remove_red_eye

৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম বলেছেন মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে আমাদের জলবায়ুকে রক্ষা করতে হবে। পরিবেশকেও টিকিয়ে রাখতে হবে। পরিবেশ প্রকৃতি ভালো না রাখলে মান সভ্যতা টিকিয়ে রাখা যাবেনা। আমরা প্রকৃতিকে পথ চলায় বারবার বাধাগ্রস্থ করছি। কিন্তু প্রকৃতি তার আপন নিয়মেই চলতে থাকে। প্রকৃতি বান্ধব যন্ত্রপাতি ব্যাবহার করতে হবে।
সোমবার জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটে ,জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় উদ্ভাবনী প্রযুক্তির প্রচার ও প্রসারের লক্ষ্যে ভোলায়  দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীর সমাপনি ও পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধাপক মোঃ (পরিবেশ ও বিজ্ঞান বিভাগ) মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব,  জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা সৈয়দ মোঃ আজিম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার এ কে এম জিয়াউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুস্টিবিদ বাবুল আখতার।
সুইডেন সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)’ প্রকল্পের আওতায় ভোলার বাংকেরহাট এলাকায় জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পের ১২টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে জলবায়ু অভিযোজন সংক্রান্ত নানা উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে উন্নত চুলা, সার্জান পদ্ধতি, খাঁচায় মাছ চাষ, স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদনের ডেমো, লবণসহনশীল ফসলের জাত, ভাসমান সবজি চাষের মডেল এবং দুর্যোগকালে নিরাপদ পানি ও খাদ্য সংরক্ষণের প্রযুক্তি।
পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। স্টল সজ্জায় প্রথম স্থান অধিকার করেন চরফ্যাশনের পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)।