অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নি‌খোঁ‌জের ২ দিন পর বা‌ড়ির পা‌শের খা‌লে মিল‌লো মিনহা‌জের লাশ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৫ রাত ০৮:৩৯

remove_red_eye

৯০

বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি : নিখোঁজের দুই দিন পর মিনহাজ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (২৫ আগষ্ট) তার বাড়ির পার্শ্ববর্তী পৌরসভার ৪নং ওয়ার্ডের খালে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা।

মিনহাজ ভোলার বোরহানউ‌দ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মফিজুল ইসলাম সেন্টুর পুত্র।

শিশুটির পরিবার সূত্রে জানাযায়, মিনহাজ গত শনিবার বেলা ১২ টার দি‌কে  নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া মে‌লে‌নি।

সোমবার সকাল ১০ টার দি‌কে বাড়ির পাশের খালে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা । প‌রে পরিবারের সদস্যদের ও বোরহানউদ্দিন থানায় খবর দেন তারা।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, শিশু মিনহাজের লাশ উদ্ধারের ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।শিশুটি দুইদিন আগে নিখোঁজ হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।