অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে মেঘনায় জাল মারতে গিয়ে জেলে নিখোঁজ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২০ বিকাল ০৪:২৪

remove_red_eye

৬৬১

চরফ্যাশনপ্রতিনিধি: ভোলার চরফ্যাশনের মেঘনা নদী ঝাকি জালে মাছ শিকার করতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৩জুলাই) বেলা ১২টার সময় বেতুয়া স্লুইজগেট এলাকায় মেঘনার তীরে ঝাকি জাল মারতে গিয়ে মাটির চাকা ভেঙ্গে নদীতে পড়ে গিয়ে ডুবে যান ওই জেলে। নিখোঁজ জেলের নাম মো. জসিম উদ্দিন ব্যাপারী (৪০)। সে আসলামপুর আয়শাবাগ গ্রামের বাসিন্দা মো. মহসিন ব্যাপারীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সকালে মেঘনার তীরে জাল দিয়ে মাছ ধরার জন্য জাল মারেন জসিম ব্যাপারী। এসময় নদী কিনারার নরম মাটির চাইন (চাকা) ভেঙ্গে নদীতে পড়ে গিয়ে তিনি ডুবে যান। তবে জালের দড়িটি তার হাতে বাধাঁ ছিলো বলেও জেলেরা জানান। খবর পেয়ে স্থানিয় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ফায়ার সাভির্স স্টেশন অফিসার মো. ইমরান হোসেন।

 

এ বিষয়ে চরফ্যাশন সদর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, নদীতে জাল মারতে গিয়ে জসিম নামের এক জেলে নিখোঁজের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং বরিশাল ফায়ারসার্ভিসের ডুবুরি টিমকে খবর পাঠানো হয়েছে।