অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার ভেদুরিয়া ও ভেলুমিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৫ রাত ১০:৩৭

remove_red_eye

১৯১

মোঃ আকতার হোসাইন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে পৃথক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় ভেদুরিয়া ব্যাংকের হাট বাজার সংলগ্ন গার্লস স্কুলে এবং বিকেল ৫টায় ভেলুমিয়া বাজার সংলগ্ন চন্দ্রপ্রসাদ মাধ্যমিক বিদ্যালয়ে এ দুটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ভেদুরিয়া ইউনিয়ন সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির ও চেয়ারম্যান প্রার্থী মোঃ হাসনাইন আহমেদ এবং ভেলুমিয়া সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাস্টার ইউনুস আলী। দুটি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা নির্বাচন সমন্বয়ক মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা আমির মাওলানা মোঃ কামাল হোসাইন ও নায়েবে আমির মাওলানা আব্দুল বারী প্রমুখ। বক্তারা বলেন, রাজনৈতিক সংস্কার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে তারা উল্লেখ করেন—আদম (আ.) থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ (সা.) পর্যন্ত সব নবী-রাসূল আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। একজন মুসলমান হিসেবে সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা দায়িত্ব, আর জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে। তারা আরও বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে ষাটোর্ধ্ব সব নাগরিক ও দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীদের দায়িত্বভার গ্রহণ করবে। যাকাতের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে পাঁচ বছরের মধ্যে দারিদ্র্য বিমোচনের অঙ্গীকার করা হবে। নদীভাঙন প্রতিরোধে বিশ্বমানের প্রকৌশলীদের মাধ্যমে সমাধান করা হবে, ভোলার গ্যাসসম্পদ কাজে লাগিয়ে শিল্পকারখানা স্থাপন এবং আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিশ্বমানের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া, কর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা ও আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।