অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৯ রাত ১০:২৫

remove_red_eye

৯৬৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকান্ড ও ব্যাংক এজেন্ট আলাউদ্দিন হত্যাকান্ডের প্রতিবাদে ও আটককৃত সকল আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ন সড়ক পদক্ষিন শেষে সমাবেশ করে ইশা ছাত্র আন্দোলন। রবিবার সকাল ১১ টায় উপজেলার হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলন মনপুরার শাখার সভাপতি হাবিবুর রহমান সুমন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি আবদুল মতিন ফয়েজি, সহ-সভাপতি মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন মনপুরা উপজেলা সভাপতি মুফতি এনায়েত উল্লা নুরনবী।

বক্তারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ও মনপুরার ব্যাংক এজেন্ট আলাউদ্দিন হত্যাকান্ডে রাজনৈতিক বিবেচনা না দেখে আটককৃত সকল আসামীদের দ্রæত বিচারের মাধ্যমে ফাঁসী দাবী করেন।