অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

১৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ভেলুমিয়ার খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি–ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এ সময় বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. মিঠুন মণ্ডল এবং শাকিল আহাম্মদ ।
দিনব্যাপী এই ক্যাম্পে মোট ২১৩ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ২৪ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চিকিৎসা গ্রহণকারী রোগীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।