অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে হাসপাতালের আঙিনা পরিষ্কার করলেন নেতাকর্মীরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৫

remove_red_eye

১৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বর্নাঢ্য শোভাযাত্রা ও  হাসপাতালের আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কালীনাথ রায়ের বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদর রোড হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এসে গিয়ে শেষ হয়।এসময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, মীর মোস্তাফিজুর রহমান রনি, আশ্রাফ উদ্দিন বাপ্পি, আশ্রাফুল আলম ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল মোল্লা কামাল পাশা কামাল মেম্বার,সিদ্দিকুর রহমান স্বপন গোলদারসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। 


পরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হাসপাতালের ময়লা- আর্বজনা পরিষ্কার পরিচ্ছন্ন করে দলটির নেতা কর্মীরা। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ বলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৃষ্টি হয়েছে সামাজিক কার্যক্রম করার জন্য, সহযোগিতা করার জন্য সমাজ ও মানুষকে। দেশ নায়ক তারেক রহমান তার চিন্তাভাবনা থেকে স্বেচ্ছাসেবক দল দলের নেতাকর্মীদেকে জনগণের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছে এবং এই কর্মসূচি দিয়েছেন। রাজনীতি শুধু রাজনীতির ভেতর সীমাবদ্ধ থাকবে না। রাজনীতি জনগণের জন্য, জনগণের পাশে দাঁড়ানো। আজকে এই হাসপাতালের আঙিনা আমরা পরিষ্কার করতে এসেছি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে। দেশ নায়ক তারেক রহমান এ নির্দেশনা দিয়েছেন। আমরা প্রকৃত অর্থেই এই হাসপাতালের আঙ্গিনা পরিচ্ছন্ন করার এসেছি। সামনের দিকে পর্যায়ক্রমে আমরা এই সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা জনগণের পাশে থাকব। সবার ধ্যান-ধারণা পরিবর্তন করার জন্য রাজনীতির নেতাকর্মীদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই জন্যই আমাদের এই কর্মসূচি। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে রাজনৈতিক কর্মসূচিগুলো গণমুখী করার জন্য আমরা কাজ করছি। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্দেশে আমরা সদর হাসপাতালের আঙিনায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেছি। গণমুখী কর্মসূচি পালন করে আমরা সারা দেশে রাজনীতির নতুন বার্তা দিতে চাই। আগামী দিনের রাজনীতি হবে গণমুখী ও বাস্তবমুখী।

পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, আমরা স্বেচ্ছাসেবক দলের এই কর্মসূচি কে সাধুবাদ জানাই। চিকিৎসা সেবার পাশাপাশি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্ধেক রোগ ব্যাধি রোধ করতে পারেন এটা আমরা সবাই জানি। আমরা স্বেচ্ছাসেবক দলের এই সকল কর্মকান্ডে ধন্যবাদ জানাই।


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



আরও...