অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ইউএনও’র বিদায় সংবর্ধনা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুলাই ২০২০ রাত ০৯:৪৩

remove_red_eye

৭৮২


   

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসকে প্রশাসনিক বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার দুপুর সাড়ে ১১ টায় উপজেলা হলরুমে অফিসার ক্লাবের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

মনপুরা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, সদ্য বিদায়ী ইউএনও বিপুল চন্দ্র দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, আ’লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন ও উপজেলার সকল দপ্তরের প্রধানগণ।