অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে বাসের ধাক্কায় পথচারীর নিহত


জসিম জনি

প্রকাশিত: ২২শে জুলাই ২০২০ রাত ০৯:৩৮

remove_red_eye

৬৫০



লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে বাসের ধাক্কায় আবুল কালাম (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোলা-চরফ্যাসন মহাসড়কের ডাওরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার কালমা ইউনিয়নের চৌকিদার বাড়ির মৃত আব্দুল হাসেমের ছেলে।
জানা যায়, ওই বৃদ্ধ রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করে দ্রæত গতির একটি বাস তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় লালমোহন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার আবুল কালামকে মৃত বলে ঘোষণা করেন।
এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






আরও...