অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার চরফ্যাশনে ঘরচাপায় মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২২শে জুলাই ২০২০ সকাল ১১:০২

remove_red_eye

৭৫০

অচিন্ত্য মজুমদার: ভোলার চরফ্যাশনে ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে মা ও দুই ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার চর মানিকা ইউনিয়নের কচ্ছোপিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দুই ছেলে জুনায়েদ (৭) এবং তানজীদ (৫)। 

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে পরিবারের দুই ছেলেকে নিয়ে গৃহবধু রিংকু বেগম ঘুমিয়েছিলেন। এ সময় হঠাৎ করে ঝড় শুরু হলে তাদের ঘরটি ভেঙে পড়ে। এতে ঘরের মাচায় থাকা কাঠ ও লাকড়ির নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায়ই মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় দক্ষিণ আইচা থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে চর কচ্চপিয়া ৫নং ওয়ার্ডে তারা নতুন ঘর তুলেছিলেন। এছাড়া অতিরিক্ত কাঠ, ঢেউটিন ও জ্বালানী কাঠ ঘরের মাচায় উঠিয়ে রেখেছিলেন।