অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরা ও তজুমদ্দিনে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৯ রাত ১০:২৬

remove_red_eye

৮৬৫

 

মনপুরা প্রতিনিধি : ভোলা মনপুরায় র‌্যালি ও আলোচনার মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও কারিতাসের সহযোগিতার এই আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কারিতাস মুক্তিপ্রল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মোঃ জহিরুল ইসলাম, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুর রশিদ, উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো: জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, এনজিও প্রধান, গন্যমান্য ব্যক্তি বর্গ, সাংবাদিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে তজুমুদ্দিন প্রতিনিধি জানান, ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও কোস্টট্রাষ্টের যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ পালিত হয়েছে। সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলেক্ষ ১টি র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোঃ আশ্রাফুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, উপজেলা যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরন, সিপিপি ইউনিয়ন কমান্ডার মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা জলবায়ু সহ- সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সদস্য, মোঃ শামীম, কোস্ট ট্রাস্ট শাখা ব্যবস্থাপক সালেহ আহম্মেদ। এছাড়া র‌্যালিতে ছাত্র, শিক্ষক, সিপিপি সদস্য, রাজনৈতিক নেতৃবন্দ, সাংবাদিক নেতৃবন্দ অংশগ্রহন করে।