অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউ‌দ্দিনে নানা আ‌য়োজ‌নে শ্রীকৃ‌ষ্ণের ৫২৫১ তম জন্মাষ্টমী উদ্‌যাপন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৫ রাত ০৯:১৮

remove_red_eye

১৯৪

বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি : মঙ্গল প্রদীপ প্রজ্বালন, গীতাযজ্ঞ, নামসংকীর্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, প্রার্থনা সভা, কৃষ্ণপূজার ম‌ধ্যে দি‌য়ে শ‌নিবার ভোলার বোরহানউ‌দ্দি‌নে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মদিন (‘জন্মাষ্টমী’) উৎসব।

এ উপলক্ষ্যে বেলা ১১ টায় উপ‌জেলা কে‌ন্দ্রিয় ম‌ন্দির থে‌কে এক‌টি বর্ণাঢ‌্য মঙ্গল শোভাযাত্রা পৌর বাজা‌রের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদ‌ক্ষিণ ক‌রে র‌বীন্দ্র পল্লী ভাওয়াল বা‌ড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ ম‌ন্দি‌রে গি‌য়ে শেষ হয় । প‌রে উপ‌জেলা জন্মাষ্ঠমী ক‌মি‌টির আহবায়ক নীল রতন এর সভাপ‌তি‌ত্বে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয় ।

সভায়  উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার রায়হান উ-জ্জামান, কৃ‌ষি কর্মকর্তা গো‌বিন্দ চন্দ্র মন্ডল, উপ‌জেলা  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল‌্যান ফ্রন্টের সভাপ‌তি বাবু তপন কা‌ন্তি দে, সম্পাদক ঠাকুরদাস মিত্র,    উপ‌জেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপ‌তি বাবু লিটন চন্দ্র র‌ক্ষিত, সম্পাদক বাবু বিল্টু চন্দ্র দাস, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান কল‌্যান ফ্রন্টের পৌর সম্পাদক দিপক চন্দ্র দাস, কে‌ন্দ্রিয় ম‌ন্দি‌রের সভাপ‌তি বাবু নারায়ন কর্মকার, সহ সভাপ‌তি বাবু কানু লাল দে, সহ সম্পাদক বাদল চন্দ্র দে,  প্রচার সম্পাদক সুমন চন্দ্র দে , সহ বি‌ভিন্ন ম‌ন্দি‌রের সভাপ‌তি সম্পাদকরা উপ‌স্থিত ছি‌লেন ।