অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় অসহায় দেড়শত পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২০ রাত ০৯:৪৪

remove_red_eye

৭৩১







মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরা উপকূলে কর্মহীন হয়ে পড়া অসহায় দেড়শত পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল আযহার উপহার সামগ্রী তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।

শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পরিষদে এই ঈদ উপহারের একটি করে প্যাকেট প্রত্যেককে দেওয়া হয়। ঈদ উপহারের প্যাকেটে ছিল, চিনি, সয়াবিন তেল, মশুরির ডাল, নুডুলস, সেমাই, সাবান ও লবণ।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ যুগ্ন সম্পাদক অলি উল্লা কাজল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ( পিআইও) মোঃ ইলিয়াস মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, প্রত্যেক ইউনিয়নে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেওয়া হবে।