অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে বিষপানে দুই জনের আত্মহত্যা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২০ সকাল ১০:৩৪

remove_red_eye

৫৫৮

লালমোহন  প্রতিনিধি:  ভোলার লালমোহনে বিষপানে গৃহবধু ও দুই সন্তানের জনক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার লালমোহন ধলীগৌরনগর ও বদরপুর ইউনিয়নে পৃথক এ আত্মহত্যার ঘটনা ঘটে। এরা হলো সুমা বেগম (২৩) ও হাসনাইন (৩০)।


লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার ধলীগৌরনগর ৯নং ওয়ার্ড এলাকায় আব্দুর রবের বাড়ির ওলিউল্যাহর মেয়ে সুমা বেগম বিষ পান করে। পরে হাসপাতালে আনলে মৃত্যু হয় তার। সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এসময় স্বামী তার সন্তানকে নিয়ে পাশের বাড়ি গেলে এ সুযোগে চালের পোকা মারার বিষপান করে সুমা। অরপ দিকে বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বেড়ির পাড় এলাকার মোতাহারের ছেলে দুই সন্তানের জনক হাসনাইন দুপুরের দিকে বিষপান করলে লালমোহন হাসপাতালে আনা হয়। সেখানে বিকেলে তার মৃত্যু হয়। পৃথক দুই আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি মীর খায়রুল কবীর। লাশ পোস্টমর্টেমের জন্য থানায় আনা হয়েছে।





আরও...