অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ৫ লাখ টাকায় বিক্রি হবে জসিমের 'জমিদার'


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২০ সকাল ১০:২৯

remove_red_eye

১৩৪১

আকতারুল ইসলাম আকাশ: গায়ের রঙ সাদা কালো। মুখের উপরের জায়গায়টি খুবই তীক্ষ্ণ, দেখতে পাহাড়ের মতো। তাই গৃহকর্তা শখ করে তার নাম রেখেছেন জমিদার। এটি ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের জসিম তালুকদার খামারের প্রায় ১২০০ কেজি ওজনের একটি ষাঁড়ের নাম।

কোনো প্রকার কৃত্রিম খাদ্য ছাড়াই প্রাকৃতিক খাবার খাওয়ায়ে ষাঁড়টিকে স্বযত্নে লালন পালন করে বড় করেছেন খামারি জসিম উদ্দিন। আসন্ন কোরবানির ঈদে ন্যায্য মূল্য পেলে ষাঁড়টিকে বিক্রি করতে চান তিনি। প্রায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ষাঁড়টিকে এক নজর দেখতে আসে। তারা ষাঁড়টিকে দেখে খুশি হয়ে এর প্রশংসা করেন।
জমিদারের মালিক জসিম উদ্দিন বলেন, ২০১৭ সালে জমিদার ষাঁড়টি তিনি সিরাজগঞ্জ থেকে কিনেন। ষাঁড়টি প্রতিদিন প্রায় এক হাজার টাকার প্রাকৃতিক খাবার খায় বলে জানান তিনি। গত কোরবানির ঈদে ৩ লাখ টাকা দাম উঠেছিল ষাঁড়টির। এবার ন্যায্য মূল্য ৫ লাখ টাকা পেলে ষাঁড়টি বিক্রি করতে চান তিনি।

যদি কেউ ষাঁড়টিকে ক্রয় করেন তাহলে প্রয়োজনে কোরবানির ঈদ পর্যন্ত নিজ খরচে লালন-পালন করে তার বাড়িতে পৌঁছে দেয়া হবে বলেও জানান জসিম উদ্দিন। ' জমিদার  এর ব্যাপারে ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খেয়েই ষাঁড়টি এতো বড় হয়েছে। খামারি জসিম ষাঁড়টির কাক্সিক্ষত দাম পেলে তা বিক্রি করবেন বলে জানান।