অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় আরো ২১ জনের করোনা শনাক্ত: জেলায় মোট ৪৪৩


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২০ সকাল ১০:২৬

remove_red_eye

১৪৫২

অচিন্ত্য মজুমদার: ভোলায় নতুন করে আরো ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৯ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ৩ জন, লালমোহনে ৪ জন ও চরফ্যাসন উপজেলায় ১ জন রয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৪৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮০ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫ জনের। শনিবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৪৪৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৮০ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৯৮ জনের মধ্যে সুস্থ ১৩৩ জন। দৌলতখানে আক্রান্ত ৩৫ জনের মধ্যে সুস্থ ২৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৫৮ জনের মধ্যে সুস্থ ২৯ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে সুস্থ ১২ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ৩২ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৭ জনের মধ্যে সুস্থ ৩৪ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ১৪ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত¡াবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এপর্যন্ত ৪২০১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৯৬৪ জনের। এছাড়া ২৩৭ জনের রির্পোট এখনো অপেক্ষমান আছে।