অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২০ রাত ০৯:৩৭

remove_red_eye

৬৯৫



দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে কর্মহীন অসহায় ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন নৌবাহিনী। শুক্রবার সকাল ১১ টায় দৌলতখান পৌরসভার ৯ নং ওয়ার্ডের সরকারি আবু আবদুল্লা কলেজ প্রাঙ্গনে এসব কর্মহীন অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন ভোলার নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল বিন রশীদ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, লবণ, তেল। এ সময় দৌলতখানের (গ্রীন আই)নামের একটি সেচ্ছাসেবী সংগঠন শৃঙ্খলা  ও সামাজিক দূরত্ব  নিশ্চিতসহ অসহায় বৃদ্ধ মানুষকে  নৌবাহিনীর পাশাপাশি তারাও সহযোগীতা করেছেন।
ভোলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল বিন রশীদ জানান, ‘ বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে ও নৌবাহিনীর সহযোগীতায় আমরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছি।