অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল আলম জাহাঙ্গীরের মৃত্যু: বিভিন্ন মহলের শোক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২৫ রাত ১০:৩৩

remove_red_eye

১৮৬

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফকরুল আলম জাহাঙ্গীর মৃত্যুবরণ করেছেন।

(৩০ জুলাই) মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তজুমদ্দিন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। শোক প্রকাশ করেছেন তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, আমিন মহাজন, কোহিনুর বেগম শিলা, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, প্রেসক্লাব আহ্বায়ক ফকরে আজম পলাশ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আঃ রহমান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, জেলা পরিষদের সাবেক সদস্য ইসতিয়াক হাসান, মিরাজ উদ্দিন পারভেজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী, সাবেক সাধারণ সম্পাদক এম নূরুন্নবী, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এম নয়ন, সাবেক সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, সাংবাদিক ইউনিয়ন সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


তজুমদ্দিন মোঃ ইয়ামিন



আরও...