অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২০ রাত ১০:০০

remove_red_eye

১০০৫


দৌলতখান প্রতিনিধি : দৌলতখানের উপ শহর বাংলাবাজারে মঙ্গলবার রাতে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বাংলাবাজার দৌলতখান সড়কের দেওয়ান প্লাজা মার্কেটে অবস্থিত বিশ্বাস টেলিকম নামে চুরি হওয়া ওই দোকানটির মালিক সবুজ বিশ্বাস।

সবুজ বিশ্বাস লেন, দোকানে থাকা ৭ লাখ ৮৪ হাজার টাকা ও সিম্ফোনি, ভিভো, আইটেল, হুওয়াই, স্যামসং, রিয়েলমী এবং ওপো ব্র্যান্ডের ১৩৫ টি এ্যানড্রয়েড ফোন সেট চোরেরা নিয়ে গেছে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকার উর্ধে বলে তিনি জানান। দোকান মালিক বলেন, দোকানে সিসি ক্যামেরা থাকলেও অন্ধকারে চোরেরা সিসি ক্যামেরার তার কেটে দিয়ে ক্রামেরার সংযোগ বিচ্ছিন্ন করে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতখান থানায় মামলার প্রস্তুতি চলছিল।