অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

১৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানের মেঘনা নদীর পাতারখাল থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে স্থানীয় জেলেদের সহায়তা মরদেহ উদ্ধার করে পুলিশ। 
স্থানীয় জেলেরা জানান,মাছ শিকারে যাওয়ার সময় অজ্ঞাত ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পান  তারা।পরে বিষয়টি পুলিশকে জানালে  নৌপুলিশ ও থানা পুলিশ যৌথভাবে ওই নারীর মরদেহ উদ্ধার করেন। 
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়দন্তের জন্য  ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।