অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দীর্ঘ ১৮ বছর পর তজুমদ্দিন উপজেলা বিএনপি'র সম্মেলন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:০১

remove_red_eye

৩৬৪

তজুমদ্দিন প্রতিনিধি : দীর্ঘ দেড় যুগ পর আনুষ্ঠানিকভাবে সম্মেলন করতে যাচ্ছে ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি।রবিবার তজুমদ্দিন উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষ্যে এ আসনের বিএনপির সাবেক ৬ বারের সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ সম্মেলন সফল করতে সম্মেলনে উপস্থিত থাকবেন।  

তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু জানান, সম্মেলন সফল করতে বরিশাল বিভাগীয় বিএনপির সমন্বয়ক আখন কুদ্দুস, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলার সমন্বয়ক আবু নাসের রহমত উল্যাহসহ ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকছেন। 

এদিকে সম্মেলন উপলক্ষ্যে প্রতিদিনই বিএনপি ও অঙ্গ সংগঠন মিছিল মিটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।  উপজেলা বিএনপির সম্মেলন হলেও বসে নেই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা। প্রত্যেক দলের ব্যানারে চলছে শহর জুড়ে মিছিল। দীর্ঘ দেড় যুগ পর যেন প্রাণ ফিরে এসেছে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের মাঝে। 

তবে নতুন করে কে পাচ্ছেন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ তা নিয়েই চলছে সমর্থকদের মাঝে আলোচনা। তবে বিএনপির বর্তমান কমিটির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু এই আবার মূল কমিটিতে থাকতে পারেন এমনটাই ধারণা সমর্থকদের। 

কমিটিতেই যেই আসুক বিতর্কিত কেউ যেন বড় পদে আসতে না পারে সে বিষয়ে স্থানীয় বিএনপির মূল অভিভাবক মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন উপজেলা বিএনপি নেতাকর্মীরা।