অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ফেরী ঘাটের গ্যাংওয়ের উপরে কোমর সমান পানি যাত্রীদের ভোগান্তি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২৫ রাত ০৮:৫০

remove_red_eye

১৭১

মোঃ আমির হোসাইন, রাজাপুর থেকে: জোয়ারে অস্বাভাবিকভাবে পানি বাড়ায় তিন দিন ধরে ভোলা- লক্ষ্মীপুর,ইলিশা ফেরীঘাটের দুইটি গ্যাংওয়ে জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে।

ফলে এই রুটে চলাচলকারী যাত্রী বাহি গাড়ি, কাঁচামাল বহনকারী ট্রাক, ও জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। গত বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় সরে জমিনে ঘুরে দেখা গেছে, ইলিশা ফেরীঘাটে দুইটি গাংওয়ে আছে, একটি জোয়ারের আর একটি ভাটার , কিন্তু দুইটি গাংওয়ে পানির নিচে তলিয়ে যায়, লো গ্যাংওয়ের উপরে কোমর সমান পানি। আর হাই গ্যাংওয়ের উপরে হাঁটু সমান পানি,স্থা নীয় সূত্রে জানা যায়, গত সোমবার থেকে জোয়ারের সময় নদী ও সাগরের পানি অস্বাভাবিক ভাবে বাড়ছে তখন থেকে ভোলা লক্ষ্মীপুর ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে ডুবে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে ভোলা লক্ষ্মীপুর সড়কের যোগাযোগ, ফেরিঘাটের দুই পাড়ে আটকা পড়ে অসংখ্য যানবহন, এসব যানবাহনের যাত্রীদের বাটার জন্য, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। প্রতিবছর বর্ষার মৌসুম ছাড়াও জলোচ্ছ্বাস এবং জোয়ারের সময় পানি অস্বাভাবিক ভাবে বাড়লে, ওই সড়কের ফেরী ঘাটের গাংওয়ে গুলু পানির নিচে তলিয়ে যায়, এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়, নাম প্রকাশে অনচ্ছুক কয়েকজন ট্রাক ড্রাইভার জানান, কয়দিন পরে পরে বাজেট এনে কিছু ইট সুর কি দিয়ে, নামমাত্র মেরামত করে, আবার পানির নিচে ডুবে যায়, ফেরী থেকে ট্রাক উঠাও নামার সময়,আমাদের দুর্ঘটনা শিকার হতে হয়। আমাদের দুঃখ কষ্ট দেখার কেউ নেই।

এ ব্যাপারে ইলিশা ফেরিঘাটের ম্যানেজার মোঃ কাউছার আহামেদ বলেন, লো-গ্যাংওয়ে টি দেখা শোনার দায়িত্ব বিআইডব্লিউটি এর, আর হাই গাংওয়ে টি বড় জোয়ারে সময় ডুবে যায়, কিন্তু ছোট জোয়ারের সময়ে ডুবে না।