অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২০ রাত ১০:৫৬

remove_red_eye

৭০০




মোট আক্রান্ত ৩৯৯ ,সুুস্থ ২৩৫




মনপুরা  প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় মনপুরায় প্রথম করোনা উপসর্গ (জ্বর, কাশি ও শ্বাসকষ্ট) নিয়ে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ। সোমবার সকাল সাড়ে ৮টায় বাড়িতে ওই মৃত ব্যাক্তির অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসার সময় মৃত্যুবরণ করে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি হলেন, হাজিরহাট ইউপির ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বারের ভগ্নিপতি নিরব মাঝি (৪৫)। তিনি উপজেলার মনপুরা ইউনিয়নের কলাতলী চরে ১ নং ওয়ার্ডের বাসিন্দা। অপর দিতে গত ২৪ ঘন্টায় আরো ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে ভোলা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৫ জন ও মারা গেছেন ৫ জন। এছাড়াও সোমবার বরিমালে নমুন ৩১টি নমুনা প্রেরণ করা হয়েছে। এ নিয়ে মোট ৪০৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ তথ্য ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্রের

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, গত দুই দিন আগে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী নিরব মাঝি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাঃ শিপন চন্দ্র পালকে দেখালে তখন উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়।

কিন্তু তিনি ভোলা না গিয়ে আতœীয় উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বারের বাড়িতে থেকে চিকিৎসা নেন। সোমবার সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তির আতœীয় ফারুক মেম্বারের বাড়িটি লকডাউন করা হয়েছে।

এই ব্যাপারে মৃত ব্যক্তির আতœীয় ফারুক মেম্বার মুঠোফোনে  জানান, গত দুইদিন ধরে জ্বর, গলাব্যাথা ও শ্বাস কষ্ট ছিল। সোমবার সকালে স্পীডবোটযোগে ভোলা নেওয়ার পূর্বে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, পরে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।