অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মাইলস্টোন ট্রাজেডি : বোনের পর না ফেরার দেশে ছোট ভাইও, শোকে স্তব্ধ পরিবার


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৫ রাত ০৮:০৮

remove_red_eye

২৩৮

দৌলতখান সংবাদদাতা : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায়  শিক্ষার্থী নাজিয়া তাবাসসুম  নিঝুমের(১৩) মৃত্যুর পর না ফেরার দেশে চলে গেল ছোট ভাই নাফিও।
গত মঙ্গলবার  ( ২২ জুলাই) দিবাগত রাত সোয়া ১২ টায়   চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বরণ করেন নাফি। এর আগে সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ৩টায় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে মৃত্যু হয় নিঝুমের। বোনের মৃত্যুর একদিন পর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি  ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ( আইসিইউ)  চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই নাফি(৯)।  নিঝুম মাইলস্টোন কলেজে ষষ্ঠ এবং নাফি প্রথম শ্রেণির  শিক্ষার্থী ছিল। নিহত দুই শিক্ষার্থীর গ্রামের বাড়ি দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।
ওই ইউনিয়নের  ছানকাজি হাওলাদার বাড়ির অবসরপ্রাপ্ত সেনা অফিসার আশরাফুল ইসলাম নিরব- তাহমিনা দম্পতির দুই  সন্তান  নিঝুম ও নাফি।  বাবা- মাকে শোকের সাগরে ভাসিয়ে  না ফেরার দেশে চলে গেল দুই ভাই-বোন।   শোকে বিহ্বল  বাবা-মা। আজ বাদ যোহর নামাজে জানাযা শেষে ঢাকার উত্তরার কামার পাড়া এলাকায় নাফিকে সমাহিত করা হয়।  বিমান দুর্ঘটনায় দৌলতখানের দুই শিক্ষার্থীসহ সকল নিহতের পরিবারের প্রতি সমবেদনা  জানিয়েছেন, দৌলতখান উপজেলা নির্বাহি অফিসার নিয়তি রাণী কৈরী,   দৌলতখান  প্রেসক্লাবের সভাপতি জাকির আলম,  সিনিয়র সহসভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক  মিজানুর রহমান  প্রমুখ।