অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে শিক্ষার্থী ও পাঠাগারে দেড় হাজার ফলজ-ঔষধী চারা বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

১৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ব্র্যাক ও প্রথম আলো বন্ধুসভা ভোলার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারে উন্নতমানের প্রায় দেড় হাজার ফলজ ও ওষুধী চারা বিতরণ করেছে। সোমবার সকাল থেকে এসব গাছের চারা বিতরণ শুরু করা হয়েছে।
ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর শাহেআলম মডেল কলেজ, সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়, খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মলংচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ খাসেরহাট কবি নজরুল পাঠাগারের সদস্যদের মধ্যে এক হাজার ৫৫০টি ফলজ ও ওষুধী গাছের চারা বিতরণ করা হয়েছে। ফলজ গাছের চারার মধ্যে আছে আম, পেয়ারা ও লেবু এবং ওষুধীর মধ্যে আছে নিম ও সাজনা। এসব চারা কিছু বিদ্যালয়ের গ্রউন্ডে লাগানো হয়েছে। বাকীটা শিক্ষার্থীদের ও পাঠাগারের সদস্যদের হাতে বিতরণ করা হয়েছে।


চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, সম্ভুপুর শাহেআলম মডেল কলেজের অধ্যক্ষ মো. মুঈন উদ্দিন, সম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামালউদ্দিন, বড়মলংচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়ালিউল্যাহ, খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সালাউদ্দিন, ভোলা জেলা ব্র্যাকের বিডিসি মো. হাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজার (কৃষি)আব্দুস সালাম,  বিডিও মো. মাহিন, এসটিও বিগ্রহ লাল অধিকারী, তজুমদ্দিন উপজেলা শাখার ইউপিজি কর্মসূচীর ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, দাবী কর্মসূচীর শাখা ব্যবস্থাপক মো. মহবুবুর রহমান, হিসাবরক্ষক অমল চন্দ্র শিকদার, ভোলা জেলা প্রথম আলো প্রতিনিধি মো. নেযামতউল্যাহ, ভোলা বন্ধুসভার সভাপতি আশ্রাফুল ইসলাম, বন্ধুসভার সদস্য শিক্ষক আল আমিন প্রমূখ।