অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা জামায়াতের উদ্দ্যেগে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৫ সকাল ১০:৫০

remove_red_eye

৯৯

মোঃ আকতার হোসাইন : মঙ্গলবার বিকাল ৫.৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা শাখার উদ্দ্যেগে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জামায়াতের জেলা কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলোয়াত করেন সম্মানিত হাফেজগণ।
জেলা সেক্রেটারি কাজী হারুন অর রশীদের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন জেলা নায়েবে আমীর, ভোলা ১ আসনের জামায়াত মনোনীত সংসদ পদ প্রার্থী জনাব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। তিনি বলেন আমীরে জামায়াতের ঘটনা স্থলে উপস্থিত হয়ে সহমর্মিতা জানানো ও নিহত আহদের জন্য আর্থিক সহোযোগিতা সত্যি প্রশংসনীয়। আল্লাহর কাছে দোয়া চান যেনো আল্লাহ নিহতদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য পেশ করে জেলা আমীরে জামায়াত মোহাম্মদ জাকির হোসাইন। তিনি শুরুতে তার নিজের স্মৃতিচারণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। কারন তার পরিবারের স্বজনও এমন এক অগ্নিকাণ্ডের শিকার হয়েছিলেন। তার এই বক্তব্যে পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায়। পরিশেষে আল্লাহর কাছে তিনি নিহতদের শাহাদাত প্রার্থনা করেন।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের এসিট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন।
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্যগণ। উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা আমীর, সেক্রেটারিগন। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।