অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভোলায় বিএনপির দোয়া অনুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জুলাই ২০২৫ রাত ১১:৩৯

remove_red_eye

১০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াভহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের রোগ মুক্তি কামনায় ভোলায় জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের ইমাম মাওলানা নুরে আলম। দোয়া মোনাজাত পূর্বে নিহতদের স্মরণে ও আহতদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির হাওলাদার, ইয়ারুল আলম লিটন, আব্দুর রব আকন, আবু নোমান মোহাম্মদ সফি উল্লাহ, আইনজীবী এডভোকেট সালাহ উদ্দিন, যুবদল সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা কৃষক দল সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সেক্রেটারী তানভীর তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা, উপজেলা, পৌর, ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতকর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।