অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মাইলস্টোনে নিহতদের স্মরণে তজুমদ্দিনে দোয়া অনুষ্ঠিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুলাই ২০২৫ রাত ১১:০১

remove_red_eye

১৩১

তজুমদ্দিন প্রতিনিধি: মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মডেল একাডেমির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ জুলাই ২০২৫) দুপুরে একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। গত (২১/০৭/২৫) দুপুর ১.০৬ মিনিটে রাজধানীতে এক যুদ্ধবিমান প্রশিক্ষণকালীন সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ভবনের উপর বিধ্বস্ত হয়। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ২৭ জন নিহত হন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন ও মুফাসসিরে কোরআন মাওলানা হাসান আহমেদ। তিনি বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। নিহতদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত ও তাদের পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ নোমান, প্রধান শিক্ষক, তজুমদ্দিন ফারজানা চৌধুরী শাওন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শম্ভুপুর মডেল একাডেমির প্রধান শিক্ষক। মোঃ লোকমান হোসাইন। তিনি বলেন, “তরুণ প্রাণগুলোকে আমরা অকালে হারালাম। এটি শুধু শিক্ষাঙ্গনের জন্য নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”