অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষা সহায়তার নগদ ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৫ রাত ০৯:০২

remove_red_eye

১৮৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৯জন  মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস প্রকল্পের আওতায় এ সংবর্ধনা দেয়া হয়। এ প্রকল্পের আওয়াতাধীন কৃতি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসাবে ২৫ হাজার টাকা , ক্রেস্ট, সার্টিফিকেট।

অনুষ্ঠানে উপাজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিফাত ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার মে. আরিফুজ্জামান, জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান।এ সময় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক হাসান মিজানুর রহমান মিঠু, অসীম আচায্য শান্ত, ফাতেমা খানম কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ, মৌলভী বাজার মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে মরিয়ম বেগম।
 আলোচনা পর্ব শেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়তা নগদ অর্থ ২৫ হাজার টাকা , ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা অংশ নেন।