অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে বাক-প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২০ রাত ১০:২৯

remove_red_eye

৫১০



লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহনে নদী থেকে আজগর আলী (৬৫) নামের এক বাক-প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। আজগর আলী লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর ফুলবাগিচা এলাকার বয়াতি বাড়ির বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর।
তিনি বলেন, স্থানীয়রা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছেন। ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি আজগর আলী লঞ্চের যাত্রীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে সংসার চালাতো। যার কারণে ধারণা করা হচ্ছে লঞ্চ ছেড়ে দিলে তাড়াহুরা করে নামতে গিয়ে নদীতে পড়ে যায় সে।





আরও...