অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মিরপুর ডিওএইচএসে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে ডাকাতি, আটক ৪


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৫ দুপুর ১২:৫৬

remove_red_eye

১৩৫

রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসায় ডাকাতি করার অভিযোগে সাবেক এক সেনা কর্মকর্তা ও এক সাবেক সেনা সদস্যসহ ৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কে ৭ নম্বর অ্যাভিনিউয়ের একটি বাসায় ডাকাতি হয়। বাড়িটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। বাড়িটিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বোরহান নামে এক ব্যক্তির খোঁজে ঢুকে পড়েন চারজন। পরে তারা বাসার মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে চলে যায়। এ সময় সোর্স হারুনুর রশীদের সন্দেহ হলে তিনি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন। পরে মিরপুর ১২ এনডিসি চেকপোস্ট থেকে গাড়িটি আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, করপোরাল মুকুল শনিবার (১৯ জুলাই) মিরপুর-১০ নম্বরে চায়ের দোকানে সোর্স হারুনুর রশীদের সঙ্গে পরিচিত হন এবং এক ব্যক্তির কাছে অস্ত্র থাকার কথা বলে তাকে ওই বাড়িতে নিয়ে যান।

আটকদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, হীরা ও সোনার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, প্রসাধনী, কয়েকটি ইয়াবা, হেডফোন সেট ও পাসপোর্টের ডকুমেন্টস উদ্ধার করা হয়।

এবিষয়ে অভিযুক্ত লে. ইফতেখার (অব.) বলেন, এ ধরনের স্পেশাল অপারেশন তিনি মাঝে মাঝে পরিচালনা করেন। ডিজি ডিজিএফআই ও ডিজি এনএসআই স্যার এ বিষয়ে অবগত আছেন। এ ছাড়াও এয়ারপোর্ট থেকে সাবেক ডিজি এনটিএমসি গ্রেফতারে তার বিশেষ ভূমিকা আছে বলেও জানান।

 





আরও...