অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার জন্য মাস্ক বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৫ রাত ০৮:১৮

remove_red_eye

১২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সরকারি মহিলা কলেজ কেন্দ্রে  এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার জন্য  মাস্ক বিতরণ করেছে ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদ নামের একটি বিজ্ঞান ক্লাবের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন,  পরীক্ষা কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মাছুম বিল্লাহ, আয়োজক সংগঠনের সভাপতি অমিতাভ অপু,  সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ মনির উদ্দিন, ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,  প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদা, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস, আয়োজক সংগঠনের অর্থ সচিব পুস্পেন্দু মজুমদার,  উন্নয়ন সচিব সৌরভ গাঙ্গুলি, যুগ্ম উন্নয়ন সচিব গোপাল ঘোষ,  নির্বাহী সদস্য মাসুদুর রহমানসহ সংগঠনের সদস্যরা।


ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের  সদস্য সচিব মোঃ মনির উদ্দিন জানান, বরিশাল বিভাগে এ বছর করোনা ও ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়, তাই ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের উদ্যোগে স্বাস্থ্য সচেতনাতার প্রচার অভিযান অংশ হিসেবে মাস্ক বিতরণ করা হচ্ছে। দুই মাস ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম চলবে বলেও জানান আয়োজকরা।