অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে অপহরণের সময়ই সড়ক দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২০ রাত ১০:৪১

remove_red_eye

৮৪৯



চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে মটর সাইকেলে করে নিয়ে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।
চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার মিয়াজীর মেয়ে তানজিলা (১৪) কে (১১জুলাই) শনিবার দুপুর ৩ টায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যায় একই এলাকার কুদ্দুছ মিয়ার ছেলে রাকিব হোসেন (২০)।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার সময় চরফ্যাশন পৌর ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহির রায়হানের বাসার সংলগ্ন সড়কে পৌঁছলে ওই মোটিরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে গেলে অপহরণকারিরা পালিয়ে যায়।
এসময় তানজিলা নামের ওই ছাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল রেফার করা হয়। বরিশাল নেওয়ার পথে তানজিলা মৃত্যু কোলে ঢলে পড়ে।
এ ঘটনায় তানজিলার পিতা আনোয়ার মিয়াজি বাদী হয়ে চরফ্যাশন সদর থানায় একটি মামলা দায়ের করছেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান,ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রæতই আসামীদের আটক করা হবে।