অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৫ রাত ১১:২৪

remove_red_eye

১৩৬

বাংলার কন্ঠ প্রতিবেদক :  জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে ভোলায়  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।  সভায় জেলা প্রশাসক আজাদ জাহান এর সভাপতিত্বে এসময় ভোলায় সিভিল সার্জন মো: মনিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ন কবির সেপান, বিজেপির নেতা মো: নু রনবী, জামায়য়ের সেক্রেটারি হারুন অর রশিদ, ইসলামী আন্দোলনের উত্তরের মাওলানা তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এছাড়াও আলোচনা সভায় জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ , স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকে অনেকেই বক্তব্য রাখেন।  এসময় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এদিকে দিবসটি উপলক্ষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। এসময় জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।