অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


গোপালগঞ্জে এনসিপির সভায় হামলার ভাংচুরের প্রতিবাদে ভোলায় জাতীয় ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৫ রাত ১১:১৯

remove_red_eye

১২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গোপালগঞ্জে এনসিপির সভায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলা ভাংচুরের প্রতিবাদ ও বিচার দাবিতে ভোলায় জাতীয় ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার পর ভোলা নতুন বাজার দলীয় কার্যালয় থেকে মিছিলটি সদর রোড, চকবাজার, নতুন বাজার ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।  এ সময় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র সমাজের জেলা কমিটির যুগ্ম আহবায়ক স্বপন, যুগ্ম আহবায়ক মো:হোসেন, সদর উপজেলা ছাত্র সমাজের সভাপতি মো:পারভেজ প্রমুখ। এ সময় বক্তারা  গোপালগঞ্জের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।