অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ভোলায় মশাল মিছিল বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৫ রাত ১১:১৭

remove_red_eye

১০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় ভোলায় মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বর থেকে এনসিপি ভোলা জেলা শাখার আয়োজনে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।পরে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সভা করেন। 
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার কারনে  গোপালগঞ্জে স্বৈরাচারী শেখ হাসিনার পালিত সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে এ হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।প্রতিবাদ সভায় বক্তব্য দেন এনসিপি ভোলা জেলার যুগ্ম সমন্বয়কারী মো. শরীফ হাওলাদার ও ইয়াসির আরাফাত।এ সময় এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুদুর রহমান, আব্দুর রশিদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।