অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে ইউএনও এবং শিক্ষা অফিসারের নম্বর ক্লোন করে টাকা দাবী


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২০ রাত ১০:৩১

remove_red_eye

৬৩২



লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। শনিবার একটি চক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধানদের কাছ থেকে ইউএনও এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের নম্বর থেকে ফোন করে কম্পিউটার দিবে বলে ১০ হাজার টাকা খরচ দাবী করে মোবাইল করছেন। চক্রটি বিকাশ নম্বর দিয়ে টাকা প্রেরণের জন্যও বলছে। বিষয়টি সম্পুর্ন ভুয়া।  এ ধরনের ফোন কলের বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি সকলের কাছে অনুরোধ করেছেন। তিনি জানান, এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।