অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউ‌দ্দি‌নে শিল্প‌বিপ্লবের মহানায়ক নুরুল ইসলা‌মের পঞ্চম মৃত‌্যুবা‌র্ষিকী পা‌লিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

১০৪

বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি: স্বপ্নজয়ী শিল্পবিপ্লবের মহানায়ক, বীর মুক্তিযোদ্ধা , ১৯৭১-এর রণাঙ্গনের সম্মুখসারির যোদ্ধা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশপ্রেমিক স্বপ্নজয়ী উদ্যোক্তা নুরুল ইসলা‌মের পঞ্চম মৃত্যুবার্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে ।

সবাইকে শোকের সাগরে ভাসিয়ে ২০২০ সালের  (১৩ জুলাই) তিনি পৃ‌থিবী থে‌কে চিরবিদায় নেন। যমুনা প‌রিবা‌রের মাসব‌্যা‌পি শোক ও স্বরণ সভা উপল‌ক্ষে ভোলার বোরহানউ‌দ্দি‌নে মঙ্গলবার সদর হাসপাতাল সংলগ্ন পৌর আদর্শ হা‌ফে‌জিয়া মাদ্রাসা ও এ‌তিম খানায় বি‌শেষ দোয়া ও মোনাজা‌তের আ‌য়োজন করা হয় । মোনাজাত প‌রিচালনা ক‌রেন. হা‌ফেজ মাওঃ মোঃ ই‌দ্রিস ও হাসপাতাল মস‌জি‌দের মোয়া‌জ্জেম হা‌ফেজ মোঃ ইসমাইল ।

প‌রে এ‌তিম‌দের মা‌ঝে তবারক বিতরণ করা হয় । এ সময় যুগান্তর স্বজন সমা‌বে‌শের আহবায়ক বিল্টু চন্দ্র দাস, বোরহানউ‌দ্দিন মানবজ‌মিন উপ‌জেলা প্রতি‌নি‌ধি মাওঃ আবুল বাশার, সহ বি‌ভিন্ন প‌ত্রিকার সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন । দোয়া মোনাজা‌তের আ‌য়োজন ক‌রেন, বোরহানউ‌দ্দিন যুগান্তর প্রতি‌নি‌ধি নীল রতন ও স্বজন সমা‌বে‌শ ।