অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৫ রাত ০৯:৪১

remove_red_eye

১৪৯

বাংলার কন্ঠ প্রতিবেদ: গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা ও সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ভোলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত শাকিল, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য জাকারিয়া বেলাল, ভোলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফজলে করীম ছোটনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন হিসেবে পরিচিত জামায়াত শিবিরসহ স্বৈরাচারের উত্তরসূরীরা সারাদেশে মব সন্ত্রাস সৃষ্টি করে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে। তাদের হুঁশিয়ারি করে দেশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার আহ্বান জানান।
বক্তারা অভিযোগে করেন, ১৯৭১ সালে জামায়াত পাক বাহিনীর সাথে মিলে এদেশের ত্রিশ মানুষকে হত্যা করেছে, ৩ লাখ মা-বোনের ইজ্জত লুটেছে। ১৯৮৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ স্বৈরশাসক এরশাদের পাতানো নির্বাচনে অংশ নিয়ে এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে সহযোগিতা করেছে। ১৯৯৬ সালে এই জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে। তাই সময় এসেছে জামায়াতের আসল চেহারা উন্মোচিত করা। কারণ বর্তমান প্রজন্ম জামায়াতের অতীত ইতিহাস জানে না।